
নিজস্ব প্রতিবেদক: ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ….. রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন কিডনি, ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি সময়ে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সিবি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে আসর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তিনি মামুন ফিস এর স্বত্বাধিকারী ছিলেন। এদিকে সিরাজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্নার শান্তি কামনা করেছেন।