নিজস্ব প্রতিবেদক: মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় অভিযোগপত্র গৃহিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজাদ সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত (স্মারক নং ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭(অংশ-১) ৮৫৮) এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজাদ সরদারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়। সাময়িক বরখাস্তকৃত আজাদ সরদার ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের মৃত, ফকির আজি রহমানের ছেলে ও গোবিন্দকাটি (৪নং ওয়ার্ড) ইউপি সদস্য। মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে সাতক্ষীরা সগর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আজাদ সরদার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮- ৩৬(১)সারণির ১৯(খ)৪০/৪১ধারা অনুসারে মামলা নং ১০, ০৩/০২/২২ তারিখে দায়ের হয়। পরবর্তীতে উক্ত মামলাটি সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদলত-১ জি আর মামলা নং-৯৩/২০২২ এর অভিযোগপত্র ১৯/৮/২২ তারিখে আদালতে গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়।
ঝাউডাঙ্গার ইউপি সদস্য আজাদ বরখাস্ত
পূর্ববর্তী পোস্ট