প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ ও গতিশীল করার অভিপ্রায়ে শহরস্থ তুফান কনভেনশন সেন্টারে সংগঠনের ৭টি উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহনে জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের (কলেজ) সাবেক পরিদর্শক জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব প্রফেসর আবু নছর। সভায় উপস্থিত সংগঠনের ২ জন উপদেষ্টা কমিটি গঠনের দ্বায়িত্বপান। উপস্থিত সকল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কন্ঠভোটের মাধ্যমে তারা নির্বাচিত শহীদুর রহমানকে সভাপতি, ম. জামানকে সাধারণ সম্পাদক, জি,এম হুমায়ূন কবীরকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য সংগঠনের জেলা কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষনার সাথে সাথে সমস্ত নেতৃবৃন্দ করতালি দিয়ে অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা উল্লেখিত নব নির্বাচিত কমিটিকে আগামী ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছেন।