প্রেস বিজ্ঞপ্তি :
সুরভীত মুকুলিত আম্রবনে, ভ্রমর গুঞ্জরণে আর কোকিলের কুহুতানে প্রকৃতিপ্রাণ উদ্বেলিত আগমনী বসন্ত শিহরনে পাতাঝরা মাঘের এ বিদায় সন্ধিক্ষণে আমাদের শুভ সান্ধ্য সাহিত্য পরিষদের আয়োজনে রবিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে শীতকালিন সাহিত্যানুষ্ঠান এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিসি বাপ্পি দত্ত রনি, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু নসর, সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা জেলা সাংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, পল্টু বাসার, মঞ্জুরুল হক, আবু তালেব, আঃ ওহাব আজাদ, বেদুঈন মোস্তফা, মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, নারায়ন সাধু, শুভ্র আহমেদ।
এছাড়া লেখা পাঠ করেন আঃ রব ওয়ার্ছী, কিশোরী মোহন সরকার, মনিরুজ্জামান ছট্টু, জি,এম হুমায়ন কবীর, মোজাম্মেল হোসেন, কামরুন্নাহার , গাজী মনির, নুরজাহান, মোঃ খাইরুল বাসার, রফিকুল বারী, ক্যামেলিয়া জাহান, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ইউসুফ আলী, ইকবাল হোসেন, নাসরিন নাজরানা, আল মাসুদ, সালাহউদ্দীন রানা, প্রশান্ত কুমার পাল, লাভলী, রুমা আক্তার, ফজিলা খাতুন, মাহমুদা খাতুন, শিরিনা আক্তার, রমজান আলী, তাসনিম রাইসা, ফারহান, ফাহিম মহসিনুল ইসলাম প্রমুখ। পাঠকৃত লেখার উপর আলোচনা করেন কবি শুভ্র আহমেদ। অনুষ্ঠান শেষে সবাইকে হাঁসের মাংস, ভাপা পিঠা ও ছিটা পিঠা পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ম. জামান।