
নিজস্ব প্রতিনিধিঃ সাহিত্যাঙ্গনকে উত্তরোত্তর ত্বরান্বিত ও সমৃদ্ধশালী করার প্রয়াসে ঋতু ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তেন জেলা সাহিত্য পরিষদের আয়োজনে বর্ষাকালিন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ও বরিশাল কলেজ শিক্ষাবোর্ডের সাবেক পরিদশক প্রফেসর মোঃ আবু নছর, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর দিলারা বেগম, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুল বাসার, আব্দুর রব ওয়ার্ছী, আবু আফফান রোজবাবু, অধ্যাক্ষ মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল হামিদ, আব্দুল ওহাব আজাদ, নূরজাহান, রুমানা ইয়াছমিন, শিরিন সাদী, নাছরিন নাজরানা, গুলসানআরা, মোঃ আবু সাঈদ, মোঃ হুমায়ূন কবির, মনিরুজ্জামান মুন্না, মোঃ খাইরুল বাসার, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন, উত্তম, শুকুর আলী, প্রশান্ত কুমার পাল, নুরুল হুদা, কামরুন নাহার কচি, হাসান, ইসমাইল হোসেন, হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল এর জীবনীর উপর আলোচনা এবং বর্ষাকালীন লেখা পাঠ করেন উপস্থিত কবি সাহিত্যিকরা। পাঠকৃত লেখা অতিথিরা আলোচনা ও পর্যালোচনা করেন।অনুষ্ঠাথান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ম. জামান।