
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১১ মে ২০২১ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মানবিক ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভার কোষাধ্যক্ষ আবু তালেব এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের ডিআরএসএল জাহিদ হোসেন ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার স্কাউট লিডার প্রভাষক মনিরুজ্জামান (মহসিন)।
আরো উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের সিনিয়র রোভার মেট আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী, স্বাগতিক কলেজের রোভার ও গার্ল-ইন-রোভারদের মধ্যে উপস্থিত ছিলেন সোনিয়া পারভীন,নাহিদুর রশিদ,সুমাইয়া পারভীন রিজমা, শিহাব সালেহীন, মেহেদী হাসান, আব্দুল্লাহ, শান্তনু রায় প্রমূখ।
পূর্ব তালিকাকৃত দেবহাটা উপজেলার ৫৬ জন দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মাঝে সাতক্ষীরা জেলা রোভারের পক্ষ থেকে সিমাই-চিনি এবং ঢাকা আহছানিয়া মিশনের হেলথ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এর সহযোগিতায় স্বাগতিক সরকারি কেবিএ কলেজের পক্ষ থেকে প্রত্যেককে মাস্ক ও স্যালাইন প্রদান করা হয়েছে।