সাতনদী ডেস্ক: শপথ গ্রহণের পর সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়রম্যান ও সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে নবনির্বাচিত পরিষদ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা পরিষদ সদস্য এড. শাহানওয়াজ পারভীন মিলি, সৈয়দ আমিনুর রহমান বাবু, ডাঃ আব্দুল হাকিম, শিল্পী রানী মহলদার সহ সকল জেলা পরিষদ সদস্য এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন
পূর্ববর্তী পোস্ট