নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে কোরোনা কোভিড ১৯ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি চলমান আছে। তার ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন তার নিজ গ্রাম ও আশেপাশের গ্রামে জীবানুনাশক স্প্রে করছেন।
হাসানুজ্জামান শাওন জেলাবাসীর উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন, সাতক্ষীরাতে ২২ লক্ষ মানুষের বসবাস। আমাদের ৭৮ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা, যার ৭২০ টি ওয়ার্ড রয়েছে। আমরা সকলেই সচেতন হয়ে যদি প্রতিটি ওয়ার্ড থেকে ৩ জন করে মানুষ জীবানুনাশক স্প্রে করি তাহলে পুরো সাতক্ষীরা জেলা জীবানুমুক্ত হওয়ার আশা আছে। আমরা যদি নিজেদের উদ্যোগে না বেরিয়ে ঘরে বসে থাকি তাহলে এলাকার পরিবেশ খারাপের দিকে যাবে। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, তাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে সচেতন করা। আমরা সাতক্ষীরাবাসি সহ সকল জেলা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে এই মহামারি ক্রান্তিলগ্নে জনগণের পাশে থেকে জীবন যুদ্ধে বাঁচতে হবে এবং সোনার বাংলা কে বাঁচতে হবে। তাই আমরা দলমত নির্বিশেষে সকলেই এক হয়ে যার যার নিজ এলাকায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।