নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ (নারী- পুরুষ) শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৬৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম ইশার আলীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান আবুল বাশার, কোম্পানী কমান্ডার মাসুদুজ্জামান প্রমুখ। এপ্রসঙ্গে সাতক্ষীরা সদর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম ইশার আলী বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব সব বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা ও ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে এ বাহিনী বিশেষ অবদান রাখছে। তারই অংশ হিসেবে আনসার ভিডিপিকে আরও দক্ষ ও আধুনিকায়ন করার জন্য গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ চলছে।
জেলা আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
পূর্ববর্তী পোস্ট