
ওমর ফারুক মুকুল: সাতক্ষীরা জেলার জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফার দুই পুত্র ২০১৯-২০ সালের জেলার সর্বোচ্চ কর দাতা নির্বাচিত হওয়ায় তাদেরকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাত্র ৮টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। আলফার বড় ছেলে আযহারুল ইসলাম সাতক্ষীরা জেলার তরুন সর্বোচ্চ করদাতা ও ছোট পুত্র আশিকুর রহমান সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। বিগত ১৯১৮-১৯ সাল দুই বছরও ছোট পুত্র আশিকুর রহমান জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফা ২০১৪-২০১৭ সালে জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। একই পরিবারের ২০১৪-২০২০ সাল পর্যন্ত জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে নির্বাচিত হয়ে আসছেন। কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান, মুক্তিযোদ্ধা আঃ গফ্ফার। আরও বক্তব্য রাখেন ইউপি সদস্যা ফতেমা খাতুন, প্রেম কুমার মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, কুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আঃ সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের উপদেষ্টা আবু হুরাইয়া, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য গ্রাম ডাঃ মনিরুল ইসলাম, এস.এম মজনুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।