নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহরের কুখরালী মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা মোড় এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, সাতক্ষীরা সদর থানা বিএনপির আহবায়ক এড. মো. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, যুদলের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর সফিকুল আমল বাবু, হাসান শাহরিয়ার রিপন, আশাশুনি বিএনপির আহবায়ক হেতায়েতুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, দেবহাটা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, কালিগজ্ঞ বিএনপির আহ্বায়ক এবাদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টা, সাংগঠনিক সম্পাদক প্রভাশক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল হোসেন নিরব, সাতক্ষীরা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতা এড এ বি এম সেলিম, সালেকা হক কেয়া, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক ফারুক হোসেন, জাসাস নেতা জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আল আমিন প্রমুখ। অপর দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে শহরের রাধানগর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশপোলে এসে শেষ করে।
জেলায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট