সাতনদী ডেস্ক: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, জয়িতা সম্মামনা, অনুদানের চেক বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
তালাতে বেগম রোকেয়া দিবস পালন
আকবর হোসেন, তালা থেকে: “কমলা রংঙের বিশ্বের নারী, বাঁধার পথে দেবেই পাড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, জয়িতা সম্মামনা, অনুদানের চেক বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার(০৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সম্মেলন কক্ষে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ খোরশেদ আলম চৌধুরী, সাংবাদিক, উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৫জন জয়িতা নারী, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মারুফা আক্তার, অফিস সহকারী দেবকী রানী, অফিস সহায়ক শাহীন আলমসহ সমিতির সভানেত্রী এবং টিনেজ মেয়েরা উপস্থিত ছিলেন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভাষণ শোনানো হয় ৷ অনুষ্ঠানে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার জয়ন্তী রানী দাশকে অনুদানের ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়, এছাড়া অনুষ্ঠান শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তালা নওয়াপাড়ার আসমা বেগমকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতার জন্য জাতপুরের শামসুন নাহার, সফল জননী নারী সরুলিয়ার বীনা পাখি ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন গড়ায় সরুলিয়ায় রেহেনাকে এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ৫জনকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়৷ এ ছাড়াও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতার জন্য জেলা পর্যায়ে জাতপুরের শামসুন নাহার জয়িতা অন্বেষন বাংলাদেশ পুরস্কার প্রাপ্ত হন, এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সম্পূর্ণ নিজেস্ব উদ্যেগে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সাংবাদিক মামুন রেজাসহ ১০জনকে ১০টি পুরস্কার প্রদান করা হয়৷
শ্যামনগরে বেগম রোকেয়া দিবস পালিত
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা’র শ্যামনগরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বধুবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরন করছি।তিনি আরো বলেন,আজ বাংলার নারীরা বেগম রোকেয়ার আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলার প্রতিটি উচ্চ পদস্থ চেয়ারে নারীরা অধিষ্ঠিত। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ সহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সংগঠক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান সহ অনেকে।
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেগম রোকেয়া দিবস’২০ পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান, অনুদানের চেক ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ পাঁচজন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৩৩ জন নারী উদ্যোক্তাকে ৪৮ হাজার টাকা ঋণের চেক ও ৭টি সংগঠনকে ২লাখ ৩৫হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
আশাশুনির শ্রীউলায় বয়স্কদের মাঝে কম্বল বিতরণ
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হত-দরিদ্র বয়স্ক নারী ও পুরষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে হাজরাখালি ওয়াপদার উপর, মাড়িয়ালা প্রাথমিক বিদ্যালয়ে, মাড়িয়ালা সাইক্লোন শেল্টারসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩শ ৬৯টি কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলি, তহমিনা জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।