সোহাগ হোসেন, শার্শা (যশোর) থেকে: বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোনীত হওয়ায়, যশোর ৮৫- শার্শা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আপিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, সহ-সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা মেহেদী হাসান শিপলু, শেখ নাজমুল হোসেন, ইছাক গাজী প্রমুখ।