
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাসদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে চালতে তলা বাজারে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভা। ১৪ ই নভেম্বর ১৯ বৃহস্পতিবার সন্ধা ৬ টায় সাতক্ষীরা পৌর সভার ৫ নং ওয়ার্ডে চালতে তলা বাজারে বাংলাদেশ জাসদ পৌর শাখার উদ্যোগে স্থানীয় সমস্যা নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। পৌর শাখার সাধারণ সম্পাদকের সভাপতিত্বে সভাায় বক্তৃতা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, ভুমিহীন নেতা আ: সাত্তার ,স্থানীয় জাসদ সমর্থক গোলাম মোস্তফা, গোপাল চন্দ্র দাস সহ আরো অনেকে। উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন পৌরসভার প্রতিটি ওযার্ডে জাসদের সংগঠন শক্তিশালী করতে হবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্টান সুষ্টভাবে পাঠদান ও পৌর পানি সরবরাহের দাবী তুলতে হবে। পৌরসভার ৪০ হাজার গ্রাহকের বাড়ীতে পৌরসভার সহযোগিতায় পানি সরবরাহ, রাস্তাঘাট সংস্কার, জলবদ্ধতা নিরসনের জন্য জাসদ ব্যাপক ভুমিকা পালন করবে।