তথ্য ও প্রযুক্তি: নকিয়ার সাথে একটি মামলায় হারার পর চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো এবং ওয়ানপ্লাসের ফোন বিক্রি বন্ধ হয়ে গেলো জার্মানিতে। গত জুলাই মাসে আদালতের রায়ে ওই মামলায় হেরে যায় অপো ও ওয়ানপ্লাস। গত ৫ আগস্ট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। জানা গেছে, নকিয়ার আবিষ্কার করা ৫জি টেকনোলজি কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনেকদিন ধরে ব্যবহার করে আসছে এ ব্রান্ড দু’টি। এজন্য অপো ও ওয়ান প্লাস নকিয়াকে কোনো ধরনের অর্থও প্রদান করেনি। জার্মানিতে এ নিয়ে মামলা করার পর আদালতের রায় নকিয়ার পক্ষে যায়। জানা গেছে, আদালতের আদেশ মেনে জার্মানিতে এখন মোবাইল বিক্রি বন্ধ রেখেছে অপো। তবে আগে থেকেই দেশটিতে যে সকল অপো ফোন চালু আছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই ব্যবহারকারীরা সেগুলো ব্যবহার করতে পারবেন এবং নিয়মিত আপডেট পাবেন বলে জানিয়েছে অপো। তবে ওয়ানপ্লাস এ রায়কে স্বীকার করছে না বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে নাইন টু ফাইভ গুগল। অবশ্য নকিয়াকে অপো ও ওয়ানপ্লাস সকল পেটেন্ট লাইসেন্স ফি পরিশোধ করলে জার্মানির বাজারে আবারো ফোন বিক্রি শুরু করতে পারবে বলে জানা গেছে। কেউ কেউ বলছেন, জার্মানির এই মামলার কার্যকরিতা ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে যেতে পারে। এমন হলে ইউরোপে অপো ও ওয়ানপ্লাসের ফোন বিক্রি বন্ধ করতে হতে পারে। স‚ত্র: এনড্রয়েড অথারিটি ডটকম
জার্মানিতে বন্ধ অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি
পূর্ববর্তী পোস্ট