জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে জাবি এলামনাই এসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় যশোর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়…তথ্য বিবরণী)। জাবি এলামনাই এসোসিয়েশন সভাপতি আলী সাজ্জাদ মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল ড. আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবু বকর শিবলী, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, অধ্যাপক মর্জিনা আক্তার রোজী, যশোর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, উপানুষ্ঠানিক শিক্ষার সহ পরিচালক বজলুর রশিদ, জাবি এলামনাই যশোরের অর্থ সম্পাদক সেলিম রেজা বাদশা, মোতাসিম বিল্লাহ মঈন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক হরেকৃষ্ণ মলয়, নিশাত বিজয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির হোসেন, নাজমুল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহান মুক্তিযুদ্ধ সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে ১ম ব্যাচে ছাত্ররা ভর্তি হওয়ার পরই জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ছাত্ররা সরাসরি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। সেকারণেই তাদের অবদান স্মরণীয় হয়ে রয়েছে। যশোর জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহবায়ক মোঃ আবু তোহা বলেন, জাবিয়ান একটা অনুভূতির নাম, জাবি ছাত্ররা তাদের প্রতিভা দ্বারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত। সেজন্য জাবি থেকে পাশ করা সকলকে এলামনাই এসোসিয়েশনের সদস্য হয়ে সমিতির মানবিক কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান।
জাবির সুবর্ণ জয়ন্তী পালনের লক্ষে আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট