নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকালে কাটিয়াস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল বারী। আলোচনা সভায় জাতীয় শোক দিবসের দৃশ্যপট তুলে ধরে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সভাপতি আব্দুর রশীদ সুমন, যুগ্ম সম্পাদক মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সমাজ কল্যান সম্পাদক আশরাফুল হক রাজ্জাক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানারা জামান, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, মিফতাহুল জান্নাত, হযরত আলী, আরিফুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে মৌচাক সাহিত্য পরিষদের আলোচনা সভা ও দোয়া
পূর্ববর্তী পোস্ট