নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং এর পুরুষ্কার পেলেন সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হলরুমে জাতীয় গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মশিউর রহমানের হাত থেকে সনদও আর্থিক প্রনোদনা গ্রহন করেন ঝাউডাঙ্গা কলেজে এর অধ্যক্ষ মো. খলিলুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য স্থাপতি প্রফেসর নিজামুদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজার প্রফেসর আব্দুস সালাম, অর্থনীতিবিদ প্রফেসর মোজাম্মেল হক সহ সারাদেশের ৭৮টি কলেজের অধ্যক্ষ ও কর্মকর্তরা উপস্থিত ছিলেন। জানা গেছে সারা বাংলাদেশের ২২৬০টি কলেজের মধ্যে র্যাংকিং-এ ৭৮ টি সেরা কলেজ নির্বাচিত করা হয়। এর মধ্যে খুলনা বিভাগের র্যাংকিং-এ ঝাউডাঙ্গা কলেজ ৭ম স্থান ও জেলার মধ্যে ২য় স্থান অধিকার করেছে। উল্লেখ্য, ইতিপূর্বেও খুলনা বিভাগের সপ্তম স্থানে ছিল ঝাউডাঙ্গা কলেজ। কলেজটি অভূতপূর্ব সাফল্য অর্জন করায় অভিনন্দনী জানিয়েছেন কলেজ পরিচালনা কমিটি। শিক্ষক কর্মচারী, কর্মকর্তা শিক্ষার্থী। ঝাউডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ খলিলুর রহমান জানান, কলেজ দীর্ঘদিন ভাল ফলাফল অর্জনের মাধ্যমে সুনাম ধরে রেখেছে এবং শিক্ষার গুনগত মান অর্জনে সরকারের সকল পদক্ষেপ অত্যন্ত আন্তরিকতার সাথে বাস্তবায়নে শতভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং এ ঝাউডাঙ্গা কলেজ
পূর্ববর্তী পোস্ট