
জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের হাতে ফুল দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা আবু তালেব রিপন জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দীদার বখত, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ, আহসান আদেলুর রহমান আদেল এমপি, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, অ্যাডভোকেট সাকিব রহমান।