
বিশেষ প্রতিবেদক:
গত সপ্তাহের বুধবার রাতে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন থেকে কাবিখার ৮১৭ বস্তা গম উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এ গম আম্পফানে ক্ষতিগ্রস্থ জেলার আশাশুনি ও শ্যামনগরের ৬ টি দুর্গত ইউনিয়নে বিতরণের আদেশ দিয়েছে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালত। গতকাল ৭ জুন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।
সম্প্রতি সুপার সাইক্লোন আম্পান ঝড়ে সাতক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে জবদকৃত আলামতের ব্যবহার/প্রয়োগ সুনিশ্চিত করতে ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকীগুলো আম্পানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা আশাশুনি উপলোর প্রতাপনগর ও শ্রীউলা এবং শ্যামনগর উপজেলার গাবুরা, কৈখালী, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের মাঝে বন্টনের লক্ষ্যে জেলা পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ বর্ণিত ৬ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে বন্টন শেষে আদালতকে একটি বন্টন প্রতিবেদন দাখিল করবেন। এভাবে অত্র ভিসি কেস নিষ্পত্তি করা হইল। একই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার সাতক্ষীরা, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা ও পিপি দুদক বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে।