ডুমুরিয়া প্রতিনিধি: দৈনিক জনবাণীর সম্পাদক সহ ৪ সাংবাদিককে হত্যার চেষ্টায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন সহ সকল নেতৃবৃন্দ। ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দৈনিক জনবাণী সম্পাদক সহ ৪ সাংবাদিককে হত্যার চেষ্টায় হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য,গত ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দৈনিক জনবাণী পত্রিকা কার্যালয়ের পাশে এ হামলা হয়। দৃর্বৃত্তদের হামলায় জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন গুরুত্বর আহত হয়। সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক ।