নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা যুব উন্নয়ন কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন , মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুব সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শেখ মঈনুল ইসলাম মঈন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতক্ষীরা উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। আলোচনা সভায় বক্তারা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং মাদক , সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে যারা মাদকাসক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদ তারা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে।
জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
পূর্ববর্তী পোস্ট