আন্তর্জাতিক ডেস্ক :
ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যবধানে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এসব নারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
আমেরিকার সংবাদমাধ্যম ‘ডব্লিউটিকেআর’ জানিয়েছে, ড্যানভিলের ৩৮ বছর বয়সী এলেন শেলের বিরুদ্ধে তৃতীয়-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, শেল দুইজন ১৬ বছর বয়সী ছেলের সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। গত বৃহস্পতিবার তাকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে হাজির করা হয়। শেল উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ৩৮ বছর বয়সী ওই শিক্ষিকাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। কাউন্টি স্কুলের কর্মকর্তারা অভিভাবকদের ওই ছয় শিক্ষিকাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে চিঠি পাঠায়।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যৌন অসদাচরণের জন্য গ্রেপ্তার হওয়া এই শিক্ষিকাদের অন্তত ছয়টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরকানসাসের ৩২ বছর বয়সী শিক্ষিকা হিদার হেয়ারের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়।
আরকানসাস টাইমস জানিয়েছে, তিনি একজন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়াও ২৬ বছর বয়সী এমিলি হ্যানককক ছাড়াও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/এসআর