কিশোর কুমার: নায্য ভাতা দাবীসহ চেয়ারম্যানের অনিময় দুনীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইউপি সদস্যরা। বুধবার বিকালে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে সুরুলিয়া ইউপি সদস্যদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় তারা বলেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই পরিষদ দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সে দীর্ঘদিন ধরে কাজ না করেই সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছে। এছাড়া তার সফর সঙ্গী দিয়ে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড টাকার বিনিময়ে করে থাকেন। পরিষদের সকল আয় ব্যায়ের টাকা ও মেম্বরদের প্রাপ্ত ভাতা নিজেই আত্মসাৎ করে খাচ্ছে। এবিষয়ে নিয়ে তার বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক বার মানববন্ধন ও সহ ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। অচিরে এই দুনীতিবাজ চেয়ারম্যানকে বহিষ্কারসহ শাস্তির দাবী জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাছের সরদার, আছির উদ্দীন, নাজিম উদ্দীন সানা, শেখ মাসুদ রানা, জামসেদ আলী, রোস্তম আলী মোড়ল, সাতক্ষীরা বন ও পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি আদিত্য মল্লিক প্রমূথ।
চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে ইউপি সদস্যদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট