
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরায় জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে।
চেউটিয়া গ্রামের মৃত এলাহি গাজীর পুত্র নেছার আলী গাজীর কাপসন্ডা মৌজায় ২০০৪ নং খতিয়ানে ৩২৯, ১১৯৭, ১২৮১, ১৪৮০ সহ অন্যদাগে ভিটোবাড়ী সংলগ্ন ০২ শতক জমি দীর্ঘদিন শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন। একই গ্রামের মৃত ওছিল উদ্দীন গাজীর পুত্র ওহাব গাজী গং ঐ সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। ঘটনার দিন মৃত ওছিল উদ্দীন গাজীর পুত্র ওহাব গাজীর নেতৃত্বে, ছাত্তার গাজীর পুত্র আব্দুল্লাহ গাজী, বাদসা ওরফে বুধু গাজী ও মানিক গাজী দিংসহ ভাড়াটিয়া মাস্তানদের নিয়ে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমি জবর দখল নিতে ঘেরা বেড়া কেটে ক্ষতিসাধন করে ঘর নির্মানের চেষ্টা কারে। নেছার আলী গাজীর স্ত্রী রাবেয়া খাতুন বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শ্লীলতাহানী ঘটিয়ে স্বর্ণের দুল ও চেইন ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার স্বামী নেছার, পুত্র আবু মুছা তাকে উদ্ধারের চেষ্টা করলে পিটিয়ে রক্তাক্ত জখম ও পকেটে থাকা ১২/১৩ শত টাকা কেড়ে নেয়। আশপাশের লোকজন এগিয়ে গেলে জীবননাশের হুমকি দিয়ে দ্রæত কেটে পড়ে। আহত নেছার গাজী বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছে।