
অনলাইন ডেস্ক :
ঘন কালো, দীঘল চুল কে না চান। তবে নানা কারণে হারিয়ে যায় চুলের সৌন্দর্য। রুক্ষ হয়ে যাওয়া, চুল পড়া, খুশকিসহ আরো নানান সমস্যা। একেক জনের একেক কারণে এমনটা হয়ে থাকে। কেমিকেল পণ্য ব্যবহার, খাওয়া ঘুমের সমস্যা, হরমোনের সমস্যা, বিভিন্ন রোগের ওষুধ চুলের সমস্যার প্রধান কারণ।
এই সব সমস্যা সমাধানের জন্য আপনি অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এটি চুল ভালো রাখে এবং চুলের বৃদ্ধি ঘটায়। এটি খুশকি দূর করে এবং চুল পড়াও বন্ধ করে। চুল এবং স্ক্যাল্পও পরিষ্কার রাখে। তাহলে জেনে নিন চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন।
> চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার অত্যন্ত কার্যকরী। চার টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং দুই কাপ পানি নিয়ে নিন। এই দুটি উপকরণ ভালোভাবে মেশান। শ্যাম্পু করার পরে, এই মিশ্রণটি দিয়ে আপনার স্ক্যাল্প এবং চুল ভালোমতো ধুয়ে ফেলুন। এরপর এটি কিছুক্ষণ মাথায় রেখে, পরে পরিষ্কার পানিতে আবারো চুল ধুয়ে নিন।
> অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে পানি এবং অ্যালোভেরা জেল মেশান। তারপর এটি মাথার ত্বকে লাগিয়ে নিন ভালোভাবে। আধ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এটি চুল পড়া বন্ধ করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
> শ্যাম্পুর সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে লাগালে, তা মাথার ত্বক পরিষ্কার করে এবং চুলের বৃদ্ধি হয়। এই মিশ্রণটি তৈরির জন্য প্রয়োজনমতো শ্যাম্পু এবং হাফ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে ভালোভাবে মেশান। এবার এই শ্যাম্পুটি মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগান। পাঁচ মিনিটের বেশি সময় ধরে স্ক্যাল্প ম্যাসাজ করুন। তারপর চুল ধুয়ে ফেলুন।
সূত্র-ডেইলি বাংলাদেশ