সাতনদী অনলাইন ডেস্ক: এক অদ্ভূত ঘটনার সাক্ষী হলো ভারতের উত্তরপ্রদেশ। চুরি করতে এসে চোর অর্থের পরিমাণ দেখে এতটাই অবাক হয় যে, সে হার্ট অ্যাটাক করে বসে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কোতওয়ালি দেহাত এলাকার এক পাবলিক সার্ভিস সেন্টারে চুরি হয়। ঘটনার তদন্তে নামে বিজনৌর থানা পুলিশ। সম্প্রতি দুই চোরের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। আর ওই চোরের মুখ থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
চুরির পরের দিনই থানায় অভিযোগ দায়ের করেন ওই পাবলিক সার্ভিস সেন্টারের মালিক নবাব হায়দার। তিনি জানান, সেন্টার থেকে সাত লাখেরও বেশি টাকা চুরি হয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয় এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়। শেষমেশ বুধবার (৩১ মার্চ) এই চুরির ঘটনার রহস্য ভেদ করে পুলিশ। নাগিনা থানা এলাকার আলিপুর থেকে নৌসাদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারপরই প্রকাশ্যে আসে এই অদ্ভূত তথ্য।
সূত্র- আজকাল