তথ্য ও প্রযুক্তি: চীন এবার ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত ১২ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার হংকং ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। দেশটির কেন্দ্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রক সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) এ নির্দেশনা দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। সিএসি এক বিবৃতিতে বলেছে, প্রায় এক হাজার অ্যাকাউন্ট ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েইবো, বাইদু, উইচ্যাট ইত্যাদি। এ ছাড়া ১০৫ টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল এসেট কেনা-বেচার টিউটোরিয়াল প্রচার করে। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির ব্যপারে দৃঢ় অবস্থানে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তারা। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ধস নামার পর চীনের কর্তৃপক্ষ বারবার সতর্কতা জারি করছে। গত জুন মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র ইকোনমিক ডেইলিতে সাবধান হওয়ার আহবান জানানো হয়েছিল। যেখানে বলা হয়েছিল বিনিয়োগকারীরা যাতে শ‚ন্যের দিকে যাওয়া বিটকয়েনের দাম নিয়ে সাবধান হয়। এছাড়াও জুন মাসে শেনজেনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যুরো ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিল ক্রিপ্টোকারেন্সির লেনদেন মানুষের সম্পত্তির নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন করে। পাশাপাশি অপরাধম‚লক কার্যকলাপ বেড়ে যায় এবং আর্থিক শৃঙ্খলা ব্যহত হয়। এ ছাড়া তারা বিনিয়োগকারীদের অবৈধ আর্থিক কর্মকাÐে অংশ নিতে সতর্ক করেছিল। দেশ থেকে অনেক ক্রিপ্টোকারেন্সির উদ্যোক্তা সা¤প্রতিক বছরগুলোতে দেশ ছেড়েছেন। অনেকেই এর মধ্যে দেশীয় শিল্পের ভবিষ্যতের জন্য ইতিবাচক আশা ব্যক্ত করছেন। এর কারণ স্থানীয় সরকারগুলো ওয়েব-৩ এর উন্নয়ন করার অঙ্গীকার করেছে। অন্যদিকে বিশ্বব্যাপী অন্যান্যরাও ক্রিপ্টোকারেন্সির প্রভাব সম্পর্কে সতর্ক হচ্ছে। বিশেষভাবে অবৈধ কর্মকান্ড তাদের ভূমিকা নিয়ে তারা বেশি সতর্ক হচ্ছে।
চীনে ১২ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
পূর্ববর্তী পোস্ট