সাতনদী ডেস্ক: ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠুর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন। শুক্রবার জুমআ নামাজ শেষে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বুধবার (৩১ মে) প্যারিসের ইস্তা এলাকায় বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারে সাংবাদিক মিঠুর জানাজার নামাজ হয়। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সাংবাদিক নেতারা এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সাংবাদিক মিঠু (৩৮) গত শনিবার (২৭ মে) ফ্রান্সের স্থানীয় সময় রাত ১১ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সাংবাদিক এম আর মিঠু সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর সেজ ছেলে। গত এক বছর আগে ফ্রান্সে পাড়ি জমান। হঠাৎ হার্টের সমস্যা নিয়ে গত গত ২৪ এপ্রিল তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। হাসপাতালের আইসিইউ’ তে লাইফ সাপোর্ট মেশিনের মাধ্যমে তার হার্ট সচল রাখা হয়েছিল। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান, তার হার্ট ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করতে হবে। তবে এক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই কম। মাঝখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এক পর্যায়ে আবারও অবনতির দিকে যায়। এর মধ্যেই এক পর্যায়ে তার হার্ট ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করা হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। বছরখানেক আগে তিনি ফ্রান্সে আসেন এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পান।
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক রেজাউল করিম মিঠু
পূর্ববর্তী পোস্ট