
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসা সেবা সংকটে হাসপাতালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বাত্বক সহযোগিতা করা হবে। উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল এর পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো আরো সেবা মুখি করতে হবে হাসাপাতালে এক্স-রে মেশিন, ই,সিজি মেশিন, দন্ত বিভাগ, গাইনি বিভাগ, শিশু বিভাগ, এম্বুলেন্স না থাকা সহ অন্যান্য বিষয়ে সংসদ সদস্য এবং স্বাস্থ্য বিভাগে কথা বলে সমস্য সমাধানের চেষ্টা করা হবে। শনিবার সকাল ৯টার সময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র- এ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধনী এবং হাসপাতালে সদ্য যোগদানকারি চিকিৎসক ও উপস্থিত সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ২৯০ টি কেন্দ্রে মোট ৩৬ হাজার ৩১ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওনো হবে। এর মধ্যে ৬ হইতে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল ভিটামিন এ প্লাস ক্যাসুল এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সি শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে। সে লক্ষে উপজেলার সমস্ত কেন্দ্রে স্বাস্থ্য সহকারীরা এক যোগে কাজ করেছে। এ ছাড়াও তিনি হাসপাতালের চিকিৎসা সংকটের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন অল্প কয়েকদিন আগের ৭ জন নতুন চিকিৎসক যোগদান করায় চিকিৎসক সংকট কিছুটা দূর হলেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার জন্য এক্স-রে মেশিন , ই, সি,জি মেশিন, দন্ত বিভাগ, চুক্ষু সরঞ্জাম, গাইনি, সার্জারী, শিশু সহ এম্বুলেন্সের কারণে চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃত্যঞ্জয় সরকার, ডাঃ মোঃ সাফায়াতু দোজ্জাহ, ডাঃ তাহাজ্জাত হোসেনম, ডাঃ সানজানা উল্ফাত, ডাঃ শাহিনুল ইসলাম, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ সোয়াজা আফরাড়, ডাঃ রনজিত সরকার, ডাঃ তামিম ইসলাম, সাংবাদিক হাফিজুর, সুকুমার দাশ বাচ্চু, আহমাদুউল্লাহ, আনোয়ার হোসেন, উপাজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবহান, মেডিকেল টেকনোলজিষ্ট মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ।