
জাতীয় ডেস্ক:
রাজধানীর লালবাগে প্রাইভেট কারে তুলে এক নারী চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির মামলায় রাব্বি হাসান খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাজমুল হাসান নামের আরেকজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক আনিছুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাব্বির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসানের রিমান্ড ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ওই নারী চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওতে অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালের দায়িত্ব পালন শেষে রিকশায় লালবাগের বাসায় ফিরছিলেন। রিকশায় তার সঙ্গে ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাদের রিকশার গতিরোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তারা সবাই ওই চিকিৎসকের পূর্বপরিচিত। রাস্তায় কথা বলতে চাইলে তারা ওই নারী চিকিৎসককে টেনে গাড়ির ভেতরে নিয়ে পেছনের আসন বসান। এ সময় চিকিৎসকের ছোট ভাইকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেওযা হয়। চিকিৎসক চিৎকার দিয়েছিলেন। কিন্তু, তখন আশপাশে কেউ ছিল না। পরে গাড়ির দরজা দিয়ে নিচে পড়েন তিনি। এ সময় পাশের গ্যারেজের লোকজন এসে চিকিৎসককে উদ্ধার করেন। হামলা ও মারধরে নারী চিকিৎসকের কাপড় ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।