স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়েছে সফরকারী ইংল্যান্ড। প্রথম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। সে ওভারেই তুলে নেন প্রথম উইকেট।
টার্নের বিপরীতে খেলতে গিয়ে, সামনে এসে ব্যাট চালিয়ে লিডিং-এজড হন জেসন রয়। মিড অন থেকে বাঁদিকে সরে সে ক্যাচ নিতে ভুল করেননি তামিম। ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।
রয়ের পর প্যাভিলিয়নে ফেরেন ফিল সল্টও। তাইজুলের ভেতরের দিকে ঢোকা বলে ব্যাকফুটে গিয়ে খেলার ভুল করেন তিনি। প্যাডে লাগার পর বোল্ড হন তিনি। নিজের দ্বিতীয় ওভারেই সফল তাইজুল। ৩৫ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জেমস ভিন্সও আউট হলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ৬৯ রান।
এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট।