দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পুরো বিল জুড়ে মৎস্য ঘের। মাঠে যে জমি গুলো আছে সেগুলোতে ডাল, সরিষা, ইরি, বরো চাষ করে থাকেন। এর মধ্যে পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের চাষীরা তাদের মাঠের জমি গুলোতে চারিদিকে ভেঁড়ীবেধে মাছ, ধান ও ভেঁড়ীতে সবজির চাষ করে লাভবান হচ্ছেন। আবার কেউ কেউ একই জমিতে বিভিন্ন প্রজাপতির সবজির চাষ ও মাছের চাষ করছে। সরোজমিনে গিয়ে দেখাগেছে ঘেরের ভেঁড়ীতে সবজির বিশাল সমরাহ। দেবহাটা উপজেলা কৃষি অফিস থেকে বিজ ও সার নিয়ে খেজুরবাড়ীয়া কয়েকজন কৃষক এ চাষে ঝুকে পড়ে। পরবর্তীতে এ চাষে সফলতা আসায় গ্রামের অনেক চাষী ঘেরের সাথে সাথে ভেঁড়ীতে সবজি চাষে সফলতা পাচ্ছেন। পারুলিয়া খেজুরবাড়ী এলাকার মৃত সাজ্জাদ আলীর পুত্র শাহাবৃদ্দিন প্রতিবেদকে বলেন, আমি ৫ বিঘা জমিতে মিঠাপানির মাছ ও ভেঁড়ীতে সবজি চাষ করে লাভবান হয়েছি। তিনি বলেন পানিতে রুই, কাতল, পুটে, তেলাপিয়া বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি, সমতল জমিতে ধান চাষ করি। এছাড়া ভেঁড়ীতে বিভিন্ন প্রজাতির লাউ, বেগুন, টমেটো, শাখ, পালন ইত্যাদি সবজি চাষকরে লাভবান হয়েছি। একই গ্রামের মকছেদ সরদার, ইউনুচ আলী, জহুরুল ইসলাম, শরিফা খাতুন ও মিজানুর রহমান অনুরুপ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করছে। । এ বিষয়ে দেবহাটা উপজেলা কৃষি উপ সহকারী সাঈদ আহম্মদ বলেন, আমরা কৃষকদের এ প্রজাতির চাষের উৎবৃদ্ধ করছি। নগদ অর্থ, বিনাম্যুল্যে সার ও বিজের সরবরাহ করায় এলাকার কৃষকরা এ জাতীয় চাষে ঝুকে পড়ছেন।এছাড়াও বিভিন্ন এনজিও থেকে অর্থ সহায়তা পাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি এলাকাগুলো পরিদর্শন করেছি, এ চাষে কৃষকরা লাভবান হচ্ছে, আমি মনে করি এলাকার কৃষকরা অল্প জমিতে বা লীজ নিয়ে এ জাতীয় চাষে মনোযোগী হলে বেকার সমস্য দুর হবে অপর দিকে সবজি, মাছ বিক্রি করে ভালভাবে জীবন যাপন করতে পারবে। ফলে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা থাকবে।
ঘেরের বেঁড়ীতে সবজি চাষ করে লাভবান হচ্ছেন পারুলিয়ার চাষীরা
পূর্ববর্তী পোস্ট