করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বরাদ্দকৃত জিআরের ১ হাজার ৬৫ কেজি চাল জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়ন পরিষদ এলাকায় বিপুল নামের এক গ্রাম পুলিশের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বিপুল নামের ওই গ্রাম পুলিশের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের মেঝেতে কালোবাজারে মজুদকৃত ১ হাজার ৬৫ কেজি জিআরের চাল পড়ে থাকতে দেখা যায়। এরপর সেসব চাল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে ওই বাড়ির লোকজন টের পেয়ে সটকে পড়ে। একারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর রাতেই উদ্ধারকৃত চালগুলো পুলিশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে গোপনে অভিযান চালাই এবং তার বাড়ি থেকে ১ হাজার ৬৫ কেজি চাল জব্দ করে থানায় আনা হয়। সূত্র: বিডি প্রতিদিন