গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর(৫০) কে মারধোর করা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে নৌবাহিনীর সদস্য আশিকুর রহমানের নামে সাতক্ষীরা থানায় অভিযোগ করা হয়েছে।
জানাগেছে শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন নৌবাহীনির সদস্য আশিকুর রহমানকে।এ সময় আশিকুর রহমান ক্ষুদ্ধ হয়ে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে মারধোর করে। আশিকুর রহমান সদর উপজেলার রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে ও বাংলাদেশ নৌবাহিনীতে (চট্রগ্রামে) কর্মরত।
সম্পর্কিত খবর
- সাতক্ষীরা জেলা জুড়ে নারায়নগঞ্জ আতঙ্ক!
- কোরিয়ান মডেলে বাংলাদেশে করোনা টেস্টিং বুথ
- সৌদিতে করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বাংলাদেশি ১০
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে চড় ও কিলঘুষি মারে আশিকুর রহমান। এতে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে যায় এবং সে আহত হয়। পরে অন্য গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা ।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা থানার এসআই রইচ উদ্দীন বলেন, ওই ব্যাপারে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদি হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।