
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার কমিটি নির্বাচনে ক্যাশিয়ার পদ প্রার্থী আমিনুর রহমান আমিনের পক্ষে নির্বাচনী মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে ক্যাশিয়ার পদে লড়ছেন বাজারের সর্বজন প্রিয় ব্যবসায়ী আমিনুর রহমান (আমিন)। তার প্রতীক চেয়ার। চেয়ার প্রতীকে ভোট কামনা করে বিভিন্ন শ্লোগান সহকারে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ব্যবসায়ীর দোকানের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় চেয়ার প্রতীকে ভোট কামনা করে বক্তব্য রাখেন প্রার্থী আমিনুর রহমান আমিন। তিনি ইতিপূর্বে দু’বার ক্যাশিয়ার এর দায়িত্ব পালন করেছেন। এসময় বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নৈশ প্রহরীর মাধ্যমে বাজার পাহারার ব্যবস্থা ও আইন শৃংখলা অটুট রাখতে কাজ করেছেন দাবী করে তৃতীয় বার নির্বাচিত হতে পারলে বাজারের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে তিনি ঘোষণা করেন।