
ফিংড়ী (সদর) প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভার বুড়ামারার সরকারী খালে এস্কেভেটর দিয়ে বাঁধ দেয়ার অভিযোগ উঠেছে। ২২মে সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, জোড়দিয়া গ্রামের মৃত: ইমান আলীর পুত্র মো: দাউদ আলী, মালেক বিশ্বাসের পুত্র মামুন বিশ্বাস, মৃত: তরফাতুল্লুর পুত্র রফিকুল ইসলাম, গোবরদাড়ী গ্রামের মো: বাবর আলীর পুত্র আকরাম আলী গায়ের জোরে অবৈধ ভাবে সরকারী খালে বেড়ী বাধ দিয়ে দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে অথচ দেখার কেউ নাই। খালের ইজারাদার উজ্জল কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন এ খাল দিয়ে বর্ষা কালে ২০ গ্রামের পানি নিষ্কাশন হয় এখন যদি বাঁধ দেয়া বন্ধে পদক্ষেপ না নেয়া হয় তাহলে বর্ষা কালে ২০টা গ্রাম পানিতে তলিয়ে থাকবে। ফলে সাধারণ জনগন সহ সকল স্তরের মানুষ দূর্ভোগে পড়বে। ফিংড়ীর ভুমি কর্মকর্তা যতিন্দ্র বাবুর কাছে জানতে চাইলে বলেন, যারা এমন ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকারী ভাবে আইনী ব্যবস্থা নেয়া হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষ দ্রুত আইনি ব্যাবস্থা গ্রহণ করবেন এমন দাবি ফিংড়ীর সকল স্তরের জনগণের।