সাহেব রেজা, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার অন্তর্গত উপকুলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী বাজারে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গাবুরা রক্তদান সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় গাবুরা রক্তদান সংস্থা’র সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ইউডিসি কবিরুল ইসলাম, উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আল হুদা মালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুল ইসলাম বাবু, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম মঞ্জুর হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান, ১.২.৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন রানী, ৭.৮.৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা ফরিদা খাতুন, মালীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীনসহ গাবুরা রক্তদান সংস্থা’র সদস্যবৃন্দ, অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকই।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরা গাবুরা রক্তদান সংস্থা’র সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এবং সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গাবুরা রক্তদান সংস্থা রক্ত দানের পাশাপাশি ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প, দুর্যোগ কালীন সময়ে সহায়তা, অসচ্ছল পরিবার ও এতিম প্রতিবন্ধী শিশুদের সহায়তাসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা করেন আসছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল ইসলাম মনির ও গাবুরা রক্তদান সংস্থা’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।
গাবুরা রক্তদান সংস্থার কার্যালয় উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট