
নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জীম (১) নামে এক শিশুর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। স্থানীয় আশিকুর রহমান জানান, ১২ ডিসেম্বর রবিবার বেলা আনুঃ ১১টার সময় শিশুটির মা বাড়ীর আঙ্গিনায় চারা রোপণের সময় জীম উঠানে খেলা করছিল। এসময় শিশুটি উঠানের পাশে থাকা গর্তে পড়ে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে দুপুর ১২ টার সময় শিশুটির মরা দেহ উদ্ধার করা হয়। শিশুটির করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।