নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার খেশরা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভাংচুরের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মেম্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ তিনি বাড়ি না থাকার সুযোগ নিয়ে তাকে না জানিয়ে মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী তার বাড়িঘর ভাংচুর করেছে।
খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজাপুরের দক্ষিণপাড়ার গোসাই বৈরাগীর দখলীয় জমির পার্শ্ব থেকে তাকে না জানিয়ে গত শুক্রবার বিকালে ভাংচুর করে মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী। এসময় তিনি বাড়ি ছিলেন না। গোসাই বাড়ি না থাকার সুযোগে গোয়লঘর ভাংচুরে ইন্দ্রজিৎ মেম্বারের সাথে অংশ নেয় সামছু মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যরা। গোসাই’র ঘর ভাংচুর করে সেখান থেকে একটি পথ বের করে মেম্বারা। গোসাই বৈরাগী জানান, আমার গোয়াল ঘর ভাংচুরের পর আমি মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে খাস জায়গা আছে। তাই সেখান দিয়ে পথ বের করা হয়েছে। প্রকৃতপক্ষে পুরো পথটিই আমার জমি থেকে কৌশলে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী জায়গায় খাস জমি আছে। সেখান থেকে পথ বের না করে আমাকে দূর্বল পেয়ে আমার জমিকেই তারা পথের জন্য বেছে নেয়।
এসব অভিযোগের বিষয়ে তালার খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী জানান, স্থানীয় ৮-১০টি পরিবারের যাতায়তের পথ ছিলোনা। তাই চেয়ারম্যান ও মেম্বারদের সাথে পৃথক ৪টি বৈঠকে বসা হয়। সেখানে গোসাই বৈরাগির জমির পাশ থেকে পথ বের করার সিদ্ধান্ত হয়। কারণ ওই স্থানে কিছু খাস জমি আছে। গোসাই বৈরাগিকে জানানো হয়েছিলো কিন্তু সে উপস্থিত ছিলোনা। খাস জমির ওপর পথ তৈরিতে ভূমি অফিসের সহায়তা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
খেশরায় বাড়িঘর ভাংচুরের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে
পূর্ববর্তী পোস্ট