নজরুল ইসলাম, তালা: খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ড কলাগাছিতে উপজেলাচেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কলাগাছি বাজার চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় কলাগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলকান্তি সরকারের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা মুহা. আমিরুল ইসলাম আলম, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজিজুর রহমান, জালালপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি আব্দুল আলিম সরদার, জাতীয় পার্টি নেতা রবিউল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বিমল কুমার মন্ডল, উদয় মন্ডল, সুজয় মন্ডল, বিশ্বনাথ ব্যানার্জী, জাতীয় ছাত্র সমাজের তালাউপজেলা সাংগঠনিক সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, জাতীয় ছাত্র সমাজ ওয়ার্ড সভাপতি তামিম রাব্বী, সজিব হোসেন জয়, ছাত্র সমাজ নেতা স্বাক্ষর খাঁন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, ইসরাফিল গাজী, রহিম শেখ প্রমুখ।