আকরামুল ইসলাম: খুলনা বিভাগের মধ্যে প্রথম মিনিমাল ইনভেসিভ সার্জারী এন্ড স্কিল ল্যাব স্থাপন করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজে। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হলরুমে অধ্যক্ষ অধ্যাপক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ সার্জারী বিভাগের অধ্যাপক প্রফেসর ডা.এবিএম জামাল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেলের সার্জারী বিভাগের প্রফেসর সৈয়দ মোজাম্মেল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.রুহুল কুদ্দুস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারি অধ্যাপক ডা.রাশেদুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী সভায় চিকিৎসকবৃন্দ ও সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজ সার্জারী বিভাগের অধ্যাপক প্রফেসর ডা.এবিএম জামাল বলেন, খুলনা বিভাগের মধ্যে এই প্রথম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারী এন্ড স্কিল ল্যাব স্থাপন করা হয়েছে। যা সাতক্ষীরাবাসী ও শিক্ষার্থীদের জন্য চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচিত হলো। আধুনিক সার্জারী সেবা শিখতে ও জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়তা করবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.মাজহার হোসেনসহ শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসাসেবার এই প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সরকার ও কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী সভা শেষে অতিথিবৃন্দরা ল্যাবে গিয়ে সার্জারী কার্যক্রমের উপর দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।