নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে খুলনা ভায়া যশোর তারুণ্যের রোড মার্চ সফল করতে খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনা জজ কোর্টবার মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক মন্ত্রী এড নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন প্রমুখ।
খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট