
অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও দুইজনকে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ২টায় তাদের ভর্তি করা হয়। তারা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাতে জ্বরে আক্রান্ত এক নারীকে তার বান্ধবী হাসপাতালে নিয়ে আসেন। তার উপসর্গ দেখে বান্ধবীসহ তাকে করোনা ইউনিটে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছেন তাই দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখনও ভালো আছে। আরও উপসর্গ দেখা দিলে তাদের রক্তের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরে পাঠানো হবে।
এর আগে, গত ২৪ মার্চ একজন পুলিশ সদস্য ও তার বাবাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ সদস্যের সেবায় নিয়োজিত থাকায় তার বাবাকেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তারা মাগুরা সদর উপজেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা। তাদের অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসক জানান।
সূত্র-সমকাল