খুলনা প্রতিনিধি: রবিবার দুপুরে খালিশপুরস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গ্যারেজ রুম থেকে মোঃ আকাশ (১৫) নামের এক কিশোরের মরদেহ খালিশপুর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার করেছে। এলাকাবাসি সুত্র জানায়, নগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকার গনি সরদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আকাশকে শনিবার থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন জানতে পারে তাদের কিশোর ছেলে তার বন্ধুদের সাথে রাতে ঐ সরকারি পরিত্যক্ত গোডাউনে বৈদ্যুতিক তার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বিষয়টি পুলিশকে জানালে, থানা পুলিশ ফায়ার সাভিসের মাধ্যমে কিশোরের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কিশোরের মুখ দিয়ে ফেনা দেখা যায়। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, মৃত্যুটি রহস্যজনক কিনা, মেডিকেল রিপোর্টের পর বিস্তারিত বোঝা যাবে। এ রিপোর্ট লেখা পযন্ত মামলা হয়নি।