
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশন বিইউএমএ এর পক্ষ থেকে দেশীয় চিকিৎসার উন্নয়ন বিষয়ক এক সেমিনার আগামী ৪ মার্চ খুলনায় অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। উক্ত সেমিনার সফল করার জন্য সকাল দশটায় খুলনা ইউনানি মেডিকেল কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনা ইউনানি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হাকিম নৃপেন্দ্র নাথ বৈরাগীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিইউএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি মোঃ আবু তোহা, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুর রহমান, হাকিম বাকাউল্লা মোল্লা, হাকিম হাফিজুর রহমান, কৃষ্ণপদ গাইন, হাকিম মতিয়ারা বেগম, হাকিম হাবিবুল কাদের, হাকিম শরিফা আখতার, হাকিম শামিম রেজা, হাকিম আনোয়ার হোসেন, হাকিম কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাকিম শেখ আবদুল কুদ্দুস, হাকিম মাসুদুর রহমান প্রমুখ।
সভায় যশোর জেলা বিইউএমএ সভাপতি ডাঃ মোঃ আবু তোহা বলেন, দেশীয় চিকিৎসা পদ্ধতি হিসেবে ইউনানি চিকিৎসা বর্তমানে অনেক বেশি জনপ্রিয় কারণ এই চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ দেশীয় ভেষজ উপাদান দিয়ে তৈরী সেকারণে এটি নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। এই চিকিৎসার আরও উন্নতি করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। সেজন্য এই চিকিৎসার প্রতি জনগণের আস্থাবৃদ্ধির জন্য সভা – সেমিনারের প্রয়োজন। আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য এই সেমিনার সফল করার জন্য তিনি সকলের সহায়তা কামনা করেছেন।