মেহেদী হাসান, খুলনা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মো. ইয়াকুব হোসাইনসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে নাশকতার পরিকল্পনাকালে ঝিনাইদহ সদর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন- চুয়াডাঙ্গার জীবননগরের মো. রুবেল ওরফে জাহাদ খান (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জের মো. মাহিন (১৮)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে র্যাব-৬ এর খুলনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মো. ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুর (২১), মো. রুবেল ওরফে জাহাদ খান (৩৬) ও মো. মাহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন উগ্রবাদী বই, গুরুত্বপূর্ণ নথিপত্র, চাঁদা আদায়ের প্রমাণপত্র, মোবাইল ফোন ও সিম কার্ড। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
খুলনায় আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট