জাতীয় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক হয়। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রাত ৮টার পর খালেদা জিয়ার বাসভবনে যান। দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে রাত পৌনে ৯টার দিকে তার বাসা থেকে বের হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের স্বাস্থের বিষয়ে খোঁজ নিতে মহাসচিব প্রায়ই দেখা করেন। আজও দেখা করেছেন।
আওয়ামী সরকারের পদত্যাগের জন্য একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে।
পূর্ববর্তী পোস্ট