খুলনা প্রতিনিধিঃ- নগরীর খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালাতে দিয়ে গণপিটুনিতে বাপ্পি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১নং বিহারী কলোনী এলাকায় বাপ্পি নামে এক যুবক দেশিয় অস্ত্র চাপাতি নিয়ে স্থানীয় একজনকে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণ ধোলাই দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ওই যুবকের (বাপ্পি) নামে থানায় প্রায় ১০টি মামলা রয়েছে। সে তিন দিন আগে ৭নং বিহারী কলোনীতে একজনকে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়। পরে আবারও ১নং কলোনীতে আরেক জনের ওপর হামলা চালাতে গেলে স্থানীয়রা তাকে ধর গণপিটুনী দিয়েছে। বাপ্পি মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও নানা অপকর্মে জড়িত বলে তিনি জানান।