
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও খাদ্য উৎপাদনে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার, ফুড এসেন্স ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় মথুরাপুর বাজারে জয়নাল বেকারীর মালিক নুর হোসেনকে এ জরিমানা করেন সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও খাদ্যে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের অস্তিত্ব পাওয়া যায়।
তিনি বলেন, বেকারী মালিক নুর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।